|
প্রবাসী গৃহকর্মীদের সুরক্ষায় বাংলাদেশকে সোচ্চার হওয়ার আহ্বানশীর্ষরিপো্র্ট ডটকম । ১০ ডিসেম্বর ২০১৬ ![]() প্রবাসী গৃহকর্মীদের সুরক্ষায় বাংলাদেশকে সোচ্চার হওয়ার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউভ বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন মধ্যপ্রাচ্যে বাংলাদেশ থেকে গৃহকর্মী হিসেবে কাজ করতে যাওয়াদের সুরক্ষা বাড়াতে । এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ। এইচআরডব্লিউয়ের ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং নেপাল তাদের গৃহকর্মীদের বিষয়ে সোচ্চার হলেও এ বিষয়ে বাংলাদেশ এশিয়ার মধ্যে অনেকটা বিচ্ছিন্ন। মধ্য প্রাচ্যের নারী অধিকার বিষয়ক গবেষক রত্না বেগম বলছেন, বাংলাদেশের উচিৎ তার কর্মীদের জন্য সেরা সুযোগগুলো চাওয়া, কিন্তু তা কখনোই তাদের সুরক্ষা ব্যাতিরেকে নয়। |
| উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |