প্রধানমন্ত্রী ৭ এপ্রিল ভারত সফরে যাচ্ছেন


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১৫  মার্চ  ২০১৭

প্রধানমন্ত্রী ৭ এপ্রিল ভারত সফরে যাচ্ছেন

প্রধানমন্ত্রী ৭ এপ্রিল ভারত সফরে যাচ্ছেন



প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ থেকে ১০ এপ্রিল নয়াদিল্লী সফর করবেন জানিয়েছে, বাংলাদেশ ও ভারত মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে ।

ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারতে রাষ্ট্রীয় সফর করবেন।

এতে বলা হয়, ৮ এপ্রিল দুই নেতা ভারতের রাজধানীতে আনুষ্ঠানিক বৈঠকে করবেন।

শেখ হাসিনা সর্বশেষ ২০১০ সালের জানুয়ারিতে ভারত সফর করেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী ২০১৫ সালের জুনে বাংলাদেশ সফর করেন।

বিবৃতিতে বলা হয়, ‘আসন্ন সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে এবং দুই নেতার মধ্যে বন্ধুত্বের বন্ধন আরো ও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।'
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft