প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নিউইয়র্ক যাবেন


শীর্ষরিপো্র্ট ডটকম।২ আগস্ট ২০১৬

প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নিউইয়র্ক যাবেন

প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নিউইয়র্ক যাবেন



প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক যাবেন  জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে যোগ দিতে । এটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশন। আগামী ১৩ সেপ্টেম্বর অধিবেশনশুরু হবে।

এ উপলক্ষ্যে আগামী ১৭ থেকে ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। এ ব্যাপারে প্রস্তুতি শুরু হয়েছে।

উল্লেখ্য, প্রতিবছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়। এবার ‘টেকসই উন্নয়ন লক্ষ্য : আমাদের বিশ্ব রূপান্তরে বৈশ্বিক প্রয়াস' এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২০ সেপ্টেম্বর অধিবেশনে সাধারণ বিতর্ক শুরু হবে বলে জানা গেছে।

এদিকে আগামী অক্টোবরে প্রধানমন্ত্রীর ভারত সফরের কথা রয়েছে। ১৫ ও ১৬ অক্টোবর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে অষ্টম ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) শীর্ষ সম্মেলন। এই সম্মেলনের ফাঁকে বিমসটেক সদস্য দেশগুলোর বৈঠকে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী ওই আমন্ত্রণ গ্রহণ করেছেন।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft