|
প্রধানমন্ত্রী সারা বিশ্বের নারীদের মর্যাদা বৃদ্ধি করেছেনশীর্ষরিপো্র্ট ডটকম । ৪ ডিসেম্বর ২০১৬ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বের নারীদের মর্যাদা বৃদ্ধি করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় জাতি জয়ী হবেই। তিনি শুধু নারীদের মর্যাদা প্রতিষ্ঠাই করেননি নারীদের মহীয়ানও করেছেন। শনিবার দুপুরে রাজধানীর শিশু একাডেমির মুক্তমঞ্চে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসিম বলেন, দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও জাতীয় সংসদের স্পিকার নারী। নারীরা যেমন সেনাবাহিনী, পুলিশসহ প্রতিটি ক্ষেত্রে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন তেমনি গার্মেন্টসেও কাজ করার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি কাজী রোজী এমপি, বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কবি হেলাল হাফিজ, নারী নেত্রী আয়শা খানম, শারমীন মুরশিদ, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন ও সমকালের ফিচার সম্পাদক মাহবুব আজিজ। এছাড়া সমাবেশে সাহিত্যিক, সাংবাদিক, সঙ্গীতশিল্পী, অভিনেতা ও ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |