|
প্রধানমন্ত্রী শ্রমিকের দক্ষতা উন্নয়নে সহায়তা চাইলেনশীর্ষরিপো্র্ট ডটকম । ২২ সেপ্টেম্বর ২০১৬ বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা উন্নয়নে সুইজারল্যান্ডের সহায়তা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতিসংঘের সদর দফতরে ৭১তম সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট জোহান ইডার আম্মানের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান তিনি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, দুই নেতা বৈঠকে পারস্পরিক দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে জাতিসংঘের সদর দফতরে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রেস সচিব জানান, এই বৈঠকে তারা অভিবাসী ও ব্রেক্সিট নিয়ে আলোচনা করেছেন। বৈঠকগুলোতে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ এবং পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক উপস্থিত ছিলেন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |