প্রধানমন্ত্রী লন্ডনে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৩  মার্চ  ২০১৭

 

প্রধানমন্ত্রী লন্ডনে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন

প্রধানমন্ত্রী লন্ডনে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন



প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ রাজধানী লন্ডনে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম বাসস'কে বলেন, শেখ হাসিনা বুধবার লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাইরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

প্রেস সচিব আরো বলেন, প্রধানমন্ত্রী এই হামলায় ৫ জন নিহত ও ৪০ জন আহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

গতকাল বুধবার লন্ডনে পার্লামেন্টের বাইরে এক হামলাকারী প্রথমে তার গাড়ি এলোপাথাড়ি পথচারীদের ওপর চালায় এবং পরে গাড়ি থেকে নেমে এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft