|
প্রধানমন্ত্রী দারিদ্র্য দূর করার প্রতিজ্ঞা করলেনশীর্ষরিপো্র্ট ডটকম । ২৫ অক্টোবর ২০১৬ দেশের মানুষকে দারিদ্র্যসীমা থেকে বের করে নিয়ে আসার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৪ অক্টোবর) বিকেলে গণভবনে আওয়ামী লীগের জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখার সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন,‘আজ থেকে আমাদের একটাই প্রতিজ্ঞা। সেটা হলো, দেশের একটি মানুষও দরিদ্র থাকবে না। মানুষকে দারিদ্র্যসীমা থেকে বের করে নিয়ে আসার জন্য যা করার দরকার তাই করা হবে।' সরকারের পাশাপাশি দরিদ্র অসহায় মানুষের সাহায্যার্থে আওয়ামী লীগের নেতাকর্মী এবং দেশের ধনবানদের এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |