প্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছেছেন


শীর্ষরিপো্র্ট ডটকম । ৩০  সেপ্টেম্বর ২০১৬

প্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছেছেন

প্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছেছেন



কানাডা ও যুক্তরাষ্ট্রে ১৭ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস-সচিব ও তাঁর সফরসঙ্গী ইহসানুল করিম হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী বিকাল ৫টা ২০ মিনিটে পৌঁছানোর কথা ছিল তাঁর।

এদিকে বিমানবন্দর থেকে সন্ধ্যা সাতটার দিকে গণভবনের দিকে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। এসময় পথে-পথে তাকে গণ-অভ্যর্থনা জানান আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের প্রতি সাড়া দেন।

প্রধানমন্ত্রীকে গণঅভ‌্যর্থনা দিতে বিমানবন্দরসহ বিভিন্ন সড়কের পাশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে ও ফুল দিয়ে অভিবাদন জানায়। দুবাই থেকে দেরিতে রওনা হওয়ায় দুই ঘণ্টা পর বিমানটি প্রায় দেড় ঘণ্টা পরে পৌঁছায়।

বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সিনিয়র নেতারা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, ওবায়দুল কাদের, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft