|
প্রধানমন্ত্রী আজ জিএফএমডি আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করবেনশীর্ষরিপো্র্ট ডটকম । ১০ ডিসেম্বর ২০১৬ অভিবাসীদের স্বার্থ রক্ষায় গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি) আন্তর্জাতিক সম্মেলন আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল পৌনে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এর উদ্বোধন করা হবে। বিশ্বের প্রায় ৭৩ দেশের ২০ মন্ত্রী ও ২৭ সংস্থার প্রায় সাড়ে ৫০০ প্রতিনিধি এ সম্মেলনে যোগ দিতে নিবন্ধন করেছেন। অভিবাসন ও উন্নয়নের অর্থনীতি, সামাজিক প্রেক্ষাপট ও সুশাসন- এই তিনটিকে মূল ধরে এবারের সম্মেলনে মোট ছয়টি বিষয়ের ওপর আলোচনা হবে। অভিবাসী ও উন্নয়নবিষয়ক বৈশ্বিক ফোরামের নবম এই সম্মেলন বাংলাদেশ হোস্ট হিসেবে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এ সম্মেলনে সভাপতিত্ব করবেন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |