|
প্রধানমন্ত্রীর বিমান দেড় ঘণ্টা দেরিতে পৌঁছাচ্ছেশীর্ষরিপো্র্ট ডটকম । ৩০ সেপ্টেম্বর ২০১৬ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী এমিরেটস এয়ার লাইন্সের বিমানটি দেড় ঘণ্টা দেরিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এমিরেটসের বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারে। পূর্বের সূচি সূচি অনুযায়ী ফ্লাইটটি আজ বিকেল ৫টা ২০ মিনিটে অবতরণ করার কথা ছিল। জানা গেছে, প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের বিমানটি দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। সেখানকার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বিমানটি ছাড়ার কথা থাকলেও সেটি দুপুর ১২টা ১৪ মিনিটে ছেড়েছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |