প্রধানমন্ত্রীর বিমানে নিরাপত্তা ঘাটতি ছিল : সেতুমন্ত্রী


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২১  ডিসেম্বর  ২০১৬

প্রধানমন্ত্রীর বিমানে নিরাপত্তা ঘাটতি ছিল : সেতুমন্ত্রী

প্রধানমন্ত্রীর বিমানে নিরাপত্তা ঘাটতি ছিল : সেতুমন্ত্রী



প্রধানমন্ত্রীর বিমানে নিরাপত্তা ঘাটতি ছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘নিরাপত্তা ঘাটতি ছিল। না হলে নাট-বল্টু ঢিলা হয় কিভাবে?'

বিমানমন্ত্রী প্রসঙ্গে তিনি বলেন, ‘যার কারণে বাংলাদেশের এই সাফল্য, যার কারণে বাংলাদেশের এই অগ্রগতি তাকে সরিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে না এটা বলতে পারছি না।'

কাদের বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির যে সেন্ট্রিফিউগাল ফোর্স তাকে সরিয়ে দিতে জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে।

এসময় নাসিক নির্বাচন সম্পর্কে তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী তৃতীয় শক্তি তাকে পরাজিত করবে এমন কথা বলছেন না।

তিনি আরো বলেন, আমরা নারায়ণগঞ্জে অবাধ, সুষ্ঠু নির্বাচন করে বিএনপিকে আন্দোলনের সুযোগ দেবো না।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft