প্রথম আলোর জিয়া আহতের ঘটনায় কল্যাণ কোরাইয়া গ্রেপ্তার


শীর্ষরিপো্র্ট ডটকম । ১১  জানুয়ারি  ২০১৭

প্রথম আলোর জিয়া আহতের ঘটনায় কল্যাণ কোরাইয়া গ্রেপ্তার

প্রথম আলোর জিয়া আহতের ঘটনায় কল্যাণ কোরাইয়া গ্রেপ্তার



প্রথম আলোর প্রধান আলোকচিত্রী জিয়া ইসলামের মোটর সাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় গাড়ির চালক অভিনেতা কল্যাণ কোরাইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর কলাবাগান থানায় মঙ্গলবার রাতে একটি মামলার পর কল্যাণকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে কল্যাণ কোরাইয়াকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা জানায় পুলিশ। তবে কল্যাণের দাবি, তার গাড়ির আঘাতে জিয়া ইসলাম আহত হননি। সোমবার মধ‌্যরাতে তার গাড়ি তেজগাঁও এলাকায় আলাদা একটি দুর্ঘটনায় পড়ে বলে দাবি করছেন তিনি।

রাজধানীর পান্থপথে সোমবার রাত সাড়ে ১১টার দিকে প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন জিয়া। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও এখন তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। অস্ত্রপচারের পর তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft