|
প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের চেষ্টা করছি : সাঈদ খোকনশীর্ষরিপো্র্ট ডটকম। ২৫ মে ২০১৬ নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রুতিগুলো অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। বুধবার বিকেলে গুলশান ইয়ুথ ক্লাবে রাজধানীর সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। সাঈদ খোকন বলেন, গত একবছরে আমি এবং উত্তরের মেয়র (আনিসুল হক) কতটুকু করতে পেরেছি জানি না। তবে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। নির্বাচনের সময় দেয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করছি। পরবর্তী ৪ বছরও করে যাবো। ডিএসসিসি মেয়র বলেন, মেয়ররা যে যাই করুক না কেন, এই নগরী সবার। একে রক্ষার দায়িত্ব সব নাগরিকের। যেদিন এই নগরীর প্রতি নাগরিক এক একজন মেয়র হবে, মেয়রের দায়িত্ব নেবে, মেয়রের মতো চিন্তা করবে সেদিনই ঢাকা স্বপ্নের নগরীতে গড়ে উঠবে। এই প্রকল্পের আওতায় ডিএনসিসি এলাকাগুলোতে সর্বাধুনিক কন্ট্রোলরুমসহ মোট ৩ হাজার স্থাপন করা হবে। ইতোমধ্যে ৬৪২টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ক্যামেরাগুলো ৩-১৬ মেগা পিক্সেল রেজুলেশনের উচ্চক্ষমতা সম্পন্ন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |