প্রতিবন্ধী ও পরিবারকে প্রশিক্ষণ দেয়া হবে


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২১  ডিসেম্বর  ২০১৬

প্রতিবন্ধী ও পরিবারকে প্রশিক্ষণ দেয়া হবে

প্রতিবন্ধী ও পরিবারকে প্রশিক্ষণ দেয়া হবে



প্রতিবন্ধী ও তার পরিবারকে দুর্যোগ ঝুঁকি থেকে সুরক্ষার জন্য প্রশিক্ষণ দেয়া হবে। বুধবার সচিবালয়ে প্রতিবন্ধিতাবান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভাপতিত্ব করেন টাস্কফোর্সের প্রধান উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন পুতুল।

সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, গত বছরের প্রতিবন্ধীদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে আটটি সিদ্ধান্ত ছিল মূলত বিভিন্ন সময়ে ঘুর্ণিঝড়, বন্যা, বজ্রপাত ও ভূমিকম্পের যে সম্ভাবনা দেখা দিয়েছে এগুলো থেকে কিছু লোক প্রতিবন্ধী হয়। একই সঙ্গে মানবসৃষ্ট কিছু ডিজ্যাবিলিটি সৃষ্টি হয়।

সচিব বলেন, এছাড়া আমাদের রোড দুর্ঘটনা হয়, লঞ্চ ডুবি হয়, বিভিন্ন সময় দেখা গেছে আগ্নেয়গিরির কারণেও মানুষ প্রতিবন্ধী হয়। এ প্রতিবন্ধীদের কীভাবে আমরা সুরক্ষা দিতে পারি, কীভাবে ট্রমাটা কমিয়ে আনতে পারি। ঝুঁকিটা কমিয়ে আনতে পারি। এজন্য একটি টাস্কফোর্স গঠিত হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জাতীয় টাস্কফোর্সের চেয়ারম্যান শাহ কামাল বলেন, টাস্কফোর্সের প্রধান উপদেষ্টা হলেন সায়মা হোসেন পুতুল। গত আন্তর্জাতিক সম্মেলনে নেয়া আটটি সিদ্ধান্তের অগ্রগতি তিনি (সায়মা হোসেন) জেনেছেন।

সচিব বলেন, জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে সব ভলান্টিয়ারকে ট্রেনিং দেব, ডিজ্যাবল যারা তারা নিজের চলার জন্য সক্ষমতা অর্জন- এগুলো আমরা সেক্টর বাই সেক্টর করবো। স্বাস্থ্য সেক্টরে কিছু হবে, সমাজকল্যাণ সেক্টরে কিছু হবে, মহিলা ও শিশু সেক্টরে কিছু হবে। আমাদের মন্ত্রণালয় এ বিষয়গুলোতে নেতৃত্ব দেবে।

কতজনকে প্রশিক্ষণ দেয়া হবে- একজন সাংবাদিক জানতে চাইলে সচিব বলেন, বাংলাদেশে ১৫ লাখ প্রতিবন্ধী আছে। সবাইকে একসঙ্গে প্রশিক্ষণ দিতে পারব না, সবার বয়সও সমান নয়। সিদ্ধান্ত হয়েছে প্রতিবন্ধীদের মধ্যে যারা কিশোর যারা যুবক তাদের অগ্রাধিকার দেব।

এটার জন্য একটা কন্টেন্ট তৈরি হবে অর্থাৎ ট্রেনিং ম্যাটেরিয়ালস তৈরি হবে। কারণ তাদের ট্রেনিং আর নরমাল ট্রেনিং এক হবে না। স্পেশাল নিড ব্যক্তিদের স্পেশালভাবে ট্রেনিং দেয়ার জন্য কোর্স কারিকুলাম তৈরি হবে।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft