‘প্রতিটি নাগরিককে মেয়রের ভূমিকায় দেখতে চাই’ঃ সাঈদ খোকন


শীর্ষরিপো্র্ট ডটকম। ৬ জুন ২০১৬

‘প্রতিটি নাগরিককে মেয়রের ভূমিকায় দেখতে চাই'ঃ সাঈদ খোকন

সাঈদ খোকন



ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-র  মেয়র সাঈদ খোকন বলেছেন, এই শহর আমাদের সবার। তাই এটি পরিস্কার রাখার দায়িত্ব আমাদের সবারই। একারণে সিটি করপোরেশনের প্রতিটি বাসিন্দাকে মেয়রের ভূমিকায় দেখতে চাই।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাবি শাখা ছাত্রলীগ ‘পরিচ্ছিন্ন ক্যাম্পাস, আমাদের অঙ্গিকার' স্লোগানে এ পরিচ্ছনতা অভিযানের আয়োজন করে।

ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ।

সাঈদ খোকন বলেন, মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে দায়িত্ব পালনে একদিনের জন্যও কার্পন্য করিনি। আর আমাদের পরিচ্ছনতা অভিযানের সামগ্রিক প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিস্কার পরিচ্ছিন্নতা অভিযানে যোগ দেয়ায় ঢাবি ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞ জানিয়ে বলেন ডিএসসিসি সব সময় তাদের পাশে থাকবে।

এসময় তিনি আবারও বাসা বাড়ির আঙ্গিনায় গাছ লাগানো হলে হোল্ডিং চার্জ ১০ শতাংশ মওকুফ করার কথা জানান।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft