পোল্যান্ডে মার্কিন ট্যাংক ও সৈন্য একটি হুমকি : রাশিয়া


শীর্ষরিপো্র্ট ডটকম । ১৪  জানুয়ারি  ২০১৭

পোল্যান্ডে মার্কিন ট্যাংক ও সৈন্য একটি হুমকি : রাশিয়া

পোল্যান্ডে মার্কিন ট্যাংক ও সৈন্য একটি হুমকি : রাশিয়া



পোল্যান্ডে মার্কিন সৈন্যের এই উপস্থিতি অধিকতর আগ্রাসী রাশিয়ার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষ থেকে ন্যাটোর মিত্র দেশগুলোকে পুনরায় আশ্বস্ত করার একটি অংশ।

কয়েক দশকের মধ্যে ইউরোপে এটাই সবচেয়ে বেশি মার্কিন সামরিক সমাবেশে ঘটনা। খবর বার্তা সংস্থা এএফপি'র।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকোভ বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আমাদের স্বার্থ ও নিরাপত্তার জন্য হুমকি।'

তিনি আরো বলেন, ‘তারা তৃতীয় পক্ষ হিসেবে ইউরোপে আমাদের সীমান্তে তাদের সামরিক সমাবেশ ঘটাচ্ছে।'

তিনি বলেন, ‘এমনটি তারা কোন ইউরোপীয় দেশ নয়।'রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী এলেক্সি মেখোভ যুক্তরাষ্ট্রের এই সামরিক সমাবেশকে ‘ইউরোপের নিরাপত্তাকে অস্থিতিশীল' করার ঘটনা হিসেবে অভিহিত করেছেন।

এদিকে পোলেন্ডের আন্ডারসেক্রেটারি অব স্টেট ফর ডিফেন্স তোমাজ জাৎকোওশি বলেন, পোলেন্ড সীমান্তের কাছে রাশিয়ার ‘বড় ধরনের মহড়া' ও আমাদের খুব কাছেই তাদের আগ্রাসী তৎপরতার কারণে আমাদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের এই সামরিক সমাবেশ জরুরি হয়ে পড়েছিল।

তিনি বলেন, তাদের আগ্রাসী তৎপরতা বলতে আমি ইউক্রেনে তাদের আগ্রাসন ও ক্রিমিয়াকে অবৈধভাবে দখল করাকে বুঝাচ্ছি।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft