পেশাজীবীদের সম্মানে খালেদার ইফতার আজ


শীর্ষরিপো্র্ট ডটকম। ১২  জুন ২০১৬

পেশাজীবীদের সম্মানে খালেদার ইফতার আজ

পেশাজীবীদের সম্মানে খালেদার ইফতার আজ



পবিত্র মাহে রমজানে পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আজ সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।

এর আগে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে শনিবার একইস্থানে ইফতার মাহফিলের আয়োজন করেন খালেদা জিয়া। এতে বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।

তবে আমন্ত্রণ জানানো হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো প্রতিনিধি এতে উপস্থিত হননি।

আগামী ১৩ জুন গুলশানের হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করবেন বিএনপির চেয়ারপারসন।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft