পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী র রাজারবাগ পুলিশ লাইনে পদক প্রদান


শীর্ষরিপো্র্ট ডটকম । ২৩ জানুয়ারি ২০১৭

পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী র রাজারবাগ পুলিশ লাইনে পদক প্রদান

পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী র রাজারবাগ পুলিশ লাইনে পদক প্রদান



পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজারবাগ পুলিশ লাইনে  পদক প্রদান করেন।

জঙ্গি দমনে হলি আর্টিজান ও শোলাকিয়া হামলায় আত্মোৎসর্গের স্বীকৃতিস্বরূপ ৪ পুলিশসহ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য ১৩২ পুলিশ ও র‌্যাব কর্মকর্তাকে পদক দেয়া হয়েছে।

পদকপ্রাপ্তদের মধ্যে, অতিরিক্ত আইজিপি র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল মো. আনোয়ার লতিফ খানও রয়েছেন।

পুলিশ সদর দফতর জানায়, গত বছরের ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারীতে জঙ্গি হামলায় ঢাকা মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার রবিউল করিম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন খান নিহত হন।

এছাড়া কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের দিন সকালে জঙ্গি হামলায় কিশোরগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল জহিরুল ইসলাম ও কনস্টেবল আনসারুল হক নিহত হন। জঙ্গি দমনে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজ এবং আত্মোৎসর্গের স্বীকৃতিস্বরূপ এই ৪ জন পুলিশ সদস্যকে মরনোত্তর বিপিএম পদক দেয়া হয়।

সূত্র জানায়, এ বছর সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২৬ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৪১ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেয়া হয়েছে।

এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য ২৪ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) এবং ৪১ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) দেয়া হয়।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft