|
পুলিশের ৫ কর্মকর্তাকে বদলিশীর্ষরিপো্র্ট ডটকম। ২৬ মে ২০১৬ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন স্তরের ৫ জন কর্মকর্তাকে নতুনভাবে পদায়ন ও বদলি করা হয়েছে। সম্প্রতি ডিএমপি হেড কোয়ার্টার্সে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। বদলির আদেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদে চারজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদে একজনকে বদলি করা হয়েছে। ডিএমপির এডিসি মো. জাহিদুল ইসলাম কে এডিসি (ভিআইপি এন্ড ভিভিআইপি প্রটেকশন) হিসেবে, এডিসি এইচ এম আজিমুল হককে ভিআইপি এন্ড ভিভিআইপি প্রটেকশন থেকে এডিসি রমনায়, এডিসি উত্তম প্রসাদ পাঠককে সংরক্ষণ বিভাগ থেকে অর্থ বিভাগে এবং অর্থ বিভাগের এডিসি মো. জামাল পাশাকে এডিসি লালবাগের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া ডিএমপির এসি মো. তানভীর হোসেনকে ওয়ার্কশপ বিভাগের এসি হিসেবে বদলি করা হয়েছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |