|
পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলিশীর্ষরিপো্র্ট ডটকম । ৫ মার্চ ২০১৭ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদের দুইজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদের দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-সদরদফতর ও প্রশাসন) আশরাফুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে রোববার এ তথ্য জানানো হয়েছে। বদলিকৃতদের মধ্যে ডিএমপির ট্রাফিক-পূর্ব বিভাগের এডিসি সালমা সৈয়দ পলিকে কোয়ার্টার মাস্টার হিসেবে ও এডিসি নাজমুন নাহারকে ট্রাফিক-পূর্ব বিভাগের এডিসি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া ডিএমপির অর্থ ও বাজেট বিভাগের এসি সাজ্জাদ ইবনে রায়হানকে নিউমার্কেট জোনে এবং এসি মো. রওশানুল হক সৈকতকে ডিএমপির অর্থ ও বাজেট বিভাগের এসি হিসেবে বদলি করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |