পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে: প্রধানমন্ত্রী


শীর্ষরিপো্র্ট ডটকম । ৯  জানুয়ারি  ২০১৭

পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে: প্রধানমন্ত্রী

পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে: প্রধানমন্ত্রী



প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন  সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করায় দেশের পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে ।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, 'পুঁজিবাজার বিকশিত হতে আমরা সব সময় সব রকম সহযোগিতার হাত প্রসারিত করে রেখেছি। একটি স্থিতিশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক পুঁজিবাজার গড়ে তুলতে আমরা বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করেছি।'

তিনি বলেন, 'পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকারের এসব নানামুখী উদ্যোগের কারণেই পুঁজিবাজারে আস্থার সংকট কেটে গেছে।'

শেখ হাসিনা বলেন, 'পুঁজিবাজারে লেনদেন কারচুপি ও অনিয়ম শনাক্ত করতে যথাযথ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ প্রদান করা হয়েছে।'

তিনি জানান, যেসব পদক্ষেপ আমরা নিয়েছি, তাতে লক্ষ করেছি পুঁজিবাজারে একটা স্থিতিশীলতা ফিরে এসেছে। দেশী-বিদেশী বিনিয়োগকারীদেরও আস্থা বৃদ্ধি পেয়েছে।

প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, 'একটা কিছু হলেই সব দোষ সরকার আর অর্থমন্ত্রীর, এটা করা যাবে না। যিনি বিনিয়োগ করবেন, ক্ষতির ঝুঁকি তাকেই নিতে হবে।'

কোনো কোম্পানিতে বিনিয়োগ করার আগে তার সম্পর্কে বিস্তারিত জেনে নেয়ারও পরামর্শ দেন তিনি।

বাংলাদেশে এখন বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনির্মিত ১০ তলা অফিস ভবন উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও এসইসি'র চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশের পুঁজিবাজারেরর নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ৬০ কোটি টাকা ব্যয়ে নিজস্ব অফিস ভবন নির্মাণ করেছে। প্রধানমন্ত্রী ২০১৩ সালের ২৪ নভেম্বর এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft