|
পিলখানা হত্যাকান্ডে নিহতের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপনশীর্ষরিপো্র্ট ডটকম । ২৫ জানুয়ারি ২০১৭ পিলখানা হত্যাকান্ডে নিহত সেনা সদস্যদের শাহাদাৎ বার্ষিকীতে আজ কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখহাসিনা । সেনা সদস্যদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বনানীস্থ সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. সরোয়ার হোসেন। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন কবরে পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে শ্রদ্ধা জানান। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানিয়ে বলা হয়, শ্রদ্ধা নিবেদনের পর তারা এক মিনিট নিরবতা পালন করেন এবং দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |