|
পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহতশীর্ষরিপো্র্ট ডটকম। ১৩ জুন ২০১৬ বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের পিলজং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোটরসাইকেল আরাহী সুজিত দাস (৪০) ও তার স্ত্রী সুমিতা দাস (৩০)। নিহত সুজিত দাস মংলার দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। জানা গেছে, নিহত সুজিত দাস স্ত্রী সুমিতা দাসকে নিয়ে শ্বশুর বাড়ি ফকিরহাট থেকে মোটরসাইকেলযোগে রাজবাড়ী যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ফরাজি জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজঙ্গ এলাকায় খুলনাগামী একটি পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই রাজবাড়ী এলাকার সুজিত দাস ও তার স্ত্রী সুমিতা দাস মারা যান। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |