|
পাতানো খেলা : ৪ ক্রিকেটার নিষিদ্ধশীর্ষরিপো্র্ট ডটকম । ০৮ আগস্ট ২০১৬ ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাতক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাত পাতানো খেলায় অংশ নেয়ার অভিযোগে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড চার ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে। এদের মধ্যে সাবেক টেস্ট উইকেটরক্ষক সামি টিসোলেকিলেও রয়েছেন। তাদেরকে সাত থেকে ১২ বছর পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সোমবার এ খবর জানিয়েছে। ২০১৫ সালে টি২০ ঘরোয়া প্রতিযোগিতায় এক বা একাধিক ম্যাচে গড়াপেটা করার জন্য ১২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে টিসোলেকিলেকে। অন্য তিনজন হলো পুমেলেলা ম্যাচশিকবি, ইথি মভালাকি ও জিন স্যামেস। তারা পাতানো খেলার জন্য ২০ বছর ধরে নিষিদ্ধ গুলাব বদির কাছ থেকে অর্থ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। কেপ টাউনে সংবাদ সম্মেলনে শাস্তির কথা ঘোষণা করেন ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাত। সূত্র হিন্দুস্তান টাইমস |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |