|
পরিকল্পনামন্ত্রী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানশীর্ষরিপো্র্ট ডটকম । ১৫ এপ্রিল ২০১৭ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, উন্নত ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করতে নতুন প্রজন্মসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি আজ শুক্রবার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে দুস্থদের মাঝে ‘ভাতা ও ঢেউটিন' বিতরণ উপলক্ষে স্থানীয় উপজেলা সদরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান। অন্যান্যের মধ্যে গাজী ম ম আমজাত হোসেন মিলন ও রায়গঞ্জ পৌরসভার মেয়র আব্দুল্লাহ আল পাঠান এ অনুষ্ঠানে বক্তৃতা করেন। একটি জাতির জন্য ভৌগলিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি অপরিহার্য-এ কথা উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ ২৩ বছরের সংগ্রামের ফসল হিসেবে একাত্তরে ‘আমরা ভৌগলিক স্বাধীনতা পেয়েছি কিন্তু তাঁকে সপরিবারে হত্যার মধ্যদিয়ে অর্থনৈতিক মুক্তি অর্জনের পথ রুদ্ধ করা হয়'। আ হ ম মুস্তফা কামাল বলেন, আওয়ামী লীগের রাজনীতির দীর্ঘ পথ-পরিক্রমায় আজ বঙ্গবন্ধুর উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ক্ষুধা-দারিদ্র্যের বৃত্ত পেরিয়ে বাংলাদেশ আজ বিশ্ব অর্থনীতিতে ৩২তম দেশের মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে । তিনি বলেন, ২০২১ সালের বাংলাদেশ হবে মধ্যম আয়ের এবং ২০৩০ সালের বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির দেশ। এরই ধারাবাহিকতায় ২০৪০ সালের বাংলাদেশ বিশ্বে ২০তম উন্নত দেশের কাতারে সামিল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতি সারাবিশ্বে সমাদৃত হয়েছে। দেশের সকল মানুষ এ অগ্রগতির সুফল ভোগ করছে। তিনি বলেন, ‘উন্নয়নের এই ধারাকে ব্যাহত করার জন্য নানা অশুভ শক্তি একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। এজন্য দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে উন্নয়ন বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে।' |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |