পদ্মা সেতু নিয়ে চক্রান্তকারীরা মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে : নাসিম


শীর্ষরিপো্র্ট ডটকম । ১৩  জানুয়ারি  ২০১৭

পদ্মা সেতু নিয়ে চক্রান্তকারীরা মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে : নাসিম

পদ্মা সেতু নিয়ে চক্রান্তকারীরা মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে : নাসিম



পদ্মা সেতু নিয়ে চক্রান্তকারীরা যে মিথ্যাবাদী তা প্রমাণিত হয়েছে। কানাডার আদালতের রায়ে বিএনপিসহ বিশ্বব্যাংকের মুখ চেনা চক্রান্তকারীদের মুখোশ উন্মোচিত হয়েছে বলেছেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম ।

আজ সোমবার সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নের বয়ড়া ভেন্নাবাড়ি হাই স্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া থেকে সোনামুখী পর্যন্ত শহীদ এম মনসুর আলী সড়কের খামারগাতি, গোবিন্দপোটল ও খুকশিয়ায় প্রায় নয় কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনটি সেতুর উপর দিয়ে যান চলাচলের উদ্বোধন উপলক্ষে রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপিসহ সুশীল সমাজ নামধারী কতিপয় ব্যাক্তির চক্রান্তের কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ আজ বাস্তবে রূপ নিয়েছে।

রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অব্দুল মোক্তাদির বকুলের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু সভায় বক্তব্য রাখেন।

নির্বাচন কমিশন নিয়ে বিএনপির অহেতুক পানি ঘোলা করার কোন সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনে আসুন, খেলা হবে মাঠে। রাষ্ট্রপতি একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করেছেন। নির্বাচন কমিশন নিরপেক্ষ ও দক্ষ রেফারি হিসেবে ভোট পরিচালনা করবে। এ ভোটের জয় পরাজয় ১৪দল মেনে নেবে।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft