পদ্মাসেতু দুর্নীতির মিথ্যা গল্পের ষড়যন্ত্রকারী চিহ্নিত করতে হাইকোর্টের রুল


শীর্ষরিপো্র্ট ডটকম । ১৫  জানুয়ারি  ২০১৭

পদ্মাসেতু দুর্নীতির মিথ্যা গল্পের ষড়যন্ত্রকারী চিহ্নিত করতে হাইকোর্টের রুল

পদ্মাসেতু দুর্নীতির মিথ্যা গল্পের ষড়যন্ত্রকারী চিহ্নিত করতে হাইকোর্টের রুল



পদ্মাসেতু নির্মাণ চুক্তি এবং দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে ইনকোয়ারি অ্যাক্ট অনুসারে কমিটি বা কমিশন গঠনের কেন নির্দেশ দেয়া হবে না এবং দোষীদের কেন বিচারের মুখোমুখি করা হবে না- তা জানতে চেয়ে হাইকোর্ট আজ রুল জারি করেছে।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে আজ এ আদেশ দেয়। আগামী দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র, আইন ও যোগাযোগ সচিব এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এ কমিটি বা কমিশন গঠনের বিষয়ে কি পদক্ষেপ নেয়া হয়েছে তা ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে নির্দেশ দেয়া হয়েছে বলে আদালত সূত্র জানায়।

দৈনিক ইনকিলাবে গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ‘ইউনূসের বিচার দাবি: আওয়ামী লীগ ও সমমনা দলগুলো একাট্টা' শীর্ষক প্রকাশিত প্রতিবেদনসহ এ বিষয়ে বিভিন্ন পত্রিকার সংবাদের কথা উল্লেখ করে এ আদেশ দেয় আজ আদালত।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft