|
ন্যাশনাল ফিডের পর্ষদ সভার দিন ঘোষণাশীর্ষরিপো্র্ট ডটকম । ২১ সেপ্টেম্বর ২০১৬ পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভার দিন ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশেন ১৯(১) অনুযায়ী বোর্ড সভা আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। সূত্র জানায়, সভায় প্রতিষ্ঠানটির ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত ১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে আসতে পারে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা। উল্লেখ্য ‘এ' ক্যাটাগরির এই প্রতিষ্ঠানটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |