|
নৌকা উল্টে ২১ রোহিঙ্গার মৃত্যুশীর্ষরিপো্র্ট ডটকম। ২০ এপ্রিল ২০১৬ মিয়ানমারে একটি যাত্রীবাহী নৌকা উল্টে ২১ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। জাতিসংঘের তথ্য মতে, মঙ্গলবার একটি যাত্রীবোঝাই নৌকা উল্টে গেলে ৯ শিশুসহ কমপক্ষে ২১ জন প্রাণ হারায়। নিহতদের মধ্যে অধিকাংশই পাওকাও টাউনশীপের সিন টেট মাওয়ের বাসিন্দা। বহুদিন ধরেই তারা রোহিঙ্গা মুসলিমদের একটি শরণার্থী শিবিরে থাকতেন। বহু রোহিঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গার সময় নিজেদের বাড়ি-ঘর ছেড়ে ওই শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। খবর দ্য ব্যাংকক পোস্টের। ওই দুর্ঘটনা সম্পর্কে এক রোহিঙ্গা কর্মী বলেন, অনিরাপদ পরিবহন ব্যবস্থার কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে। আমরা সরাসরি রাস্তা দিয়ে চলাফেরা করতে পারি না। আমাদের কোনো পন্য বা ওষুধের জন্যও অন্য পথ ব্যবহার করে যাতায়াত করতে হয়। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |