নেপালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জনের মৃত্যু


শীর্ষরিপো্র্ট ডটকম । ০৮  আগস্ট ২০১৬

নেপালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জনের মৃত্যু

নেপালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জনের মৃত্যু



নেপালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাজধানী কাঠমুন্ডুর উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকা চুচেভিরে কপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থল থেকে নিহতদের মৃতদেহ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধারকর্মীদের একটি দলকে পাঠানো হয়েছে। কপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর দূর থেকেই ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৫ দিন বয়সী একটি অসুস্থ শিশুকে চিকিৎসার জন্য গ্রাম থেকে নিয়ে আসছিল কপ্টারটি। শিশুটির সঙ্গে তার মা এবং দাদা-দাদী দুর্ঘটনার সময় হেলিকপ্টারে ছিল। দুর্ঘটনায় কপ্টারের পাইলটসহ সাত আরোহীই নিহত হয়েছে। নিহতরা সবাই নেপালের নাগরিক।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft