|
নিরাপত্তার সব প্রস্তুতি নেয়া হয়েছে : আইজিপিশীর্ষরিপো্র্ট ডটকম । ২১ অক্টোবর ২০১৬ আওয়ামী লীগের ২০তম কাউন্সিলকে কেন্দ্র করে সোহরাওয়ার্দীসহ রাজধানীর বিভিন্ন স্থানে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিলের মঞ্চ ও এর আশপাশের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক। আগামী ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। আইজিপি বলেন, সম্মেলনকে ঘিরে রাজধানীজুড়ে ১০ হাজার পুলিশ মোতায়েন থাকবে। শতাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন ও প্রতিটি গেটে পুলিশি তল্লাশি করা হবে। ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতনরা নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন। উদ্যানের ভেতরে দলীয় কোন্দলের মতো কোন ঘটনা ঘটলে পুলিশ কি ব্যবস্থা নেবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আওয়ামী লীগ একটি দায়িত্বশীল রাজনীতিক দল। আমার বিশ্বাস এধরণের কোন ঘটনা ঘটবে না। তবে এমন কিছু হলে দলটির নিজস্ব ডিসিপ্লিনারী কমিটি ব্যবস্থা নেবে। এর আগে আইজিপি সমাবেশস্থল ও মঞ্চ ঘুরে দেখেন।এসময় পুলিশের ক্যানাইন (ডগ স্কোয়াড), বোমা ডিস্পোজাল ইউনিট এবং সোয়াত টিম উপস্থিত ছিল। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |