|
নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবেশীর্ষরিপো্র্ট ডটকম । ১৩ আগস্ট ২০১৬ সরকারি-বেসরকারি দফতরের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আরো সহজ পদ্ধতি উদ্ভাবনে গুরুত্বারোপ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে ইনোভেশন সার্কেল সভায় শনিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠী যাতে সহজে নাগরিক সেবা পায় সেই দিকে সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তাদের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। সরকারের মূল লক্ষ্য জনগণের হাতের মুঠোয় সহজে সেবা পৌঁছে দেয়া। এজন্য নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করতে হবে। সেবা সহজীকরণ করতে পারলে সেবা গ্রহীতারা উপকৃত হবেন। খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদের সভাপতিত্বে ইনোভেশন সার্কেল সভায় উপস্থিত ছিলেন যশোরে জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, মাগুরা জেলা প্রশাসক মাহাবুবুর রহমান, নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ ও ঝিনাইদহের জেলা প্রশাসক মাহাবুব আলম তালুকদার। এছাড়াও চার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও যশোর জেলার সকল সরকারি দফতরের কর্মকর্তারা। সরকারি নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে সরকারি অফিসগুলোতে ইনোভেশন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে ইনোভেশন টিম গঠন করা হয়েছে। ইনোভেশন সার্কেলে যশোর, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ জেলা রয়েছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |