নভেম্বরে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ ওয়ারী


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১৭  ডিসেম্বর  ২০১৬

নভেম্বরে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ ওয়ারী

নভেম্বরে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ ওয়ারী



ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগ নভেম্বরে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ বিভাগ হিসেবে নির্বাচিত হয়েছে। শনিবার ডিএমপি সদর দফতরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এ সময় তিনি পুরস্কৃতদের অভিনন্দন জানান এবং সবাইকে উৎসাহ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ পুলিশ বিভাগ নির্বাচিত হয়েছে ওয়ারী বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন যৌথভাবে এস এম তারেক রহমান সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, ডেমরা জোন ও কাজী মাহবুবুল আলম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, মিরপুর জোন।

এছাড়া শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক গেন্ডারিয়া থানার ওসি কাজী মিজানুর রহমান, শ্রেষ্ঠ পরিদর্শক (তদন্ত) ভাষানটেক থানার সাজু মিঞা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশনস) পল্লবী থানার শেখ মো. শাহ আলম, শ্রেষ্ঠ এসআই যৌথভাবে যাত্রাবাড়ীর মোকলেছুর রহমান ও বাড্ডার মিজানুর রহমান, শ্রেষ্ঠ এএসআই যৌথভাবে মতিঝিলের হেলাল উদ্দিন ও লালবাগের বাবুল হোসেন, শ্রেষ্ঠ কনস্টেবল খিলক্ষেত থানার কাউছার মিয়া।

শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী যাত্রাবাড়ীর এসআই বিল্লাল হোসেন জনি, শ্রেষ্ঠ বিস্ফোরক উদ্ধারকারী অফিসার যৌথভাবে কোতোয়ালি থানার আবুল হাসান ও গেন্ডারিয়ার কাজী মিজানুর রহমান, শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার যৌথভাবে যাত্রাবাড়ীর এসআই মোকলেছুর রহমান ও লালবাগ থানার জহিরুল ইসলাম, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার বাড্ডা থানার এসআই মিজানুর রহমান।

গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগে শ্রেষ্ঠ বিভাগ সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন ওয়ারী জোনাল (ডিবি-পূর্ব) টিমের মুকিত সরকার, চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ টিম (ডিবি-উত্তর) নিশাত রহমান মিথুন, অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম সিনিয়র এএসপি স্নিগ্ধ আখতার, ডিবি-পূর্ব বিভাগ; বিস্ফোরক উদ্ধারে শ্রেষ্ঠ টিম মো. শামছুল আরেফিন, ডিবি-দক্ষিণ বিভাগ; মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম ওয়ারী জোনাল (ডিবি-পূর্ব) টিমের মুকিত সরকার, অজ্ঞান/মলম পার্টি গ্রেফতারে শ্রেষ্ঠ টিম ধানমন্ডি জোনাল টিমের মো. রেজাউল করিম।

ট্রাফিকের শ্রেষ্ঠ বিভাগ ট্রাফিক- পশ্চিম বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মিরপুর ট্রাফিক জোন মিরপুর ট্রাফিক জোনের আবু তৈয়ব মো. আরিফ হোসেন, শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর দারুসসালম ট্রাফিক জোনের কাজী মাহবুব আলম, শ্রেষ্ঠ সার্জেন্ট মিরপুর ট্রাফিক জোনের মাহবুবুর রহমান।

বিশেষ ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন সদর দফতর বিভাগ, মিরপুর বিভাগ, গুলশান বিভাগ, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ, পরিবহন বিভাগ, এস এ টু কমিশনার ও সিস্টেম অ্যানালিস্ট।

 

বিট পুলিশিং কার্যক্রমের ওপর পুরস্কার পেয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (চকবাজার জোন) কামাল হোসেন, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল কোতোয়ালি) বদরুল হাসান, শাহজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা, লালবাগ থানার ওসি শামীম অর রশিদ এবং মিরপুর থানার ওসি ভূঁইয়া মাহবুব হাসান।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft