নবম ওয়েজবোর্ডের দাবিতে বুধবার সারাদেশে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ


শীর্ষরিপো্র্ট ডটকম । ১৬  জানুয়ারি  ২০১৭

নবম ওয়েজবোর্ডের দাবিতে বুধবার সারাদেশে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

নবম ওয়েজবোর্ডের দাবিতে বুধবার সারাদেশে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ



নবম ওয়েজবোর্ডের দাবিতে রাজপথ অবরোধ করে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে সাংবাদিকরা ।

আগামী ১৮ জানুয়ারি বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে সকলের উপস্থিতি কামনা করেছেন বিএফইউজে নেতৃবৃন্দ ।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক সাক্ষরিত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য মন্ত্রণালয় ওয়েজ বোর্ড গঠন নিয়ে কালক্ষেপণ করছে। গত বছরের ৩১ ডিসেম্বর ওয়েজবোর্ড ঘোষণা করা হবে বলে আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।

তা না হওয়ায় সাংবাদিকদের আবারো রাজপথে নামতে হচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলাা হয়, বুধবার সারাদেশে রাজপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয়ভাবে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft