নতুন স্কেলে ঈদ বোনাস প্রদানে প্রজ্ঞাপন জারি


শীর্ষরিপো্র্ট ডটকম। ১৫  জুন ২০১৬

নতুন স্কেলে ঈদ বোনাস প্রদানে প্রজ্ঞাপন জারি

নতুন স্কেলে ঈদ বোনাস প্রদানে প্রজ্ঞাপন জারি



আসন্ন ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল অনুযায়ী বোনাস প্রদানের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সামীম আহসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি বুধবার দুপুরে প্রকাশ করা হয়।

এর আগে মঙ্গলবার বিকেলে এ সংক্রান্ত একটি সরকারি আদেশে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ স্বাক্ষর করেন। এই প্রজ্ঞাপনের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনেক দিনের প্রত্যাশা পূরণ হলো।

উল্লেখ্য, নতুন পে-স্কেল অনুযায়ী সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা (নির্ধারিত) এবং সর্বনিম্ন আট হাজার ২৫০ টাকা। এছাড়া নতুন করে নববর্ষ ভাতা যোগ করা হয়েছে।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft