নতুন রূপে আসছে ফেসবুক


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৩  ডিসেম্বর  ২০১৬

নতুন রূপে আসছে ফেসবুক

নতুন রূপে আসছে ফেসবুক



রঙ কেবল ঋতুরই বদলায় না, বদলায় ফেসবুকের ওয়ালেরও। এখন পর্যন্ত সাদা ওয়ালে কালো হরফে সীমাবদ্ধ ছিল ফেসবুক। এবার ফেসবুক ওয়ালের রঙ পরিবর্তন করতে যাচ্ছে ফেসবুক।

পরীক্ষামূলকভাবে চলছে ফেসবুক ওয়ালের রঙ বদল শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর নতুন রূপে আসছে ফেসবুক।

কেবল সময়ের অপেক্ষা, মনের কথার সঙ্গেই মনের রঙে রাঙানো যাবে নিজের ফেসবুক ওয়াল। নিজে তো বটেই, বন্ধুরাও দেখতে পাবেন নতুন ওয়াল। মন চাইলেই বদলানো যাবে রঙ। বিপ্লবের রঙে কখনো ফেসবুকের ওয়াল হবে লাল আবার মনের নীলিমায় হবে নীল।

এর সবকিছুই হবে নিজের ইচ্ছা অনুযায়ী। অ্যান্ড্রয়েড, আইওএস ব্যবহারকারীরা ফেসবুকের এই নতুন ফিচার ব্যবহার করতে পারবেন। জি নিউজ।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft