|
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে : শিল্পমন্ত্রীশীর্ষরিপো্র্ট ডটকম । ৮ জানুয়ারি ২০১৭ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। আজ শনিবার সকালে ঝালকাঠির নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অসহায় মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ভাতা বিতরণ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। আমির হোসেন আমু বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে যারা ক্ষমতায় বসেছিল, তারা কেউ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির কাছে তুলে ধরেনি। এমনকি মুক্তিযোদ্ধারাও তখন জয়বাংলা বাদ দিয়ে বাংলাদেশ জিন্দাবাদ বলে স্লোগান দিয়েছেন। যার ফলে স্বাধীনতা বিরোধী নিজামী-মুজাহিদের গাড়িতে জাতীয় পতাকা উঠেছিল। এখন মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল ক্ষমতায় রয়েছে। তাই, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।” উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সেকান্দার আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মো. মোফাজ্জেল হোসেন চৌধুরী। চেক বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধঅরণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুস লস্কর। পরে শিল্পমন্ত্রী অসহায় ১৩০ জন মুক্তিযোদ্ধাকে ছয় লাখ ২৭ হাজার টাকা সরকারি অনুদানের চেক তুলে দেন।বাসস |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |