নগর ভবনে প্রকৌশলীর ওপর হামলা


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৩ এপ্রিল  ২০১৭

নগর ভবনে প্রকৌশলীর ওপর হামলা

নগর ভবনে প্রকৌশলীর ওপর হামলা



দরপত্র না পেয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) এক প্রকৌশলীর ওপর হামলা চালিয়েছেন মিলন নামে এক ব্যক্তি। এ ঘটনায় ডিএসসিসি'র প্রকৌশলী মোহাম্মদ নুরুল্লাহ রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সোমবার দুপুরে নগর ভবনের ১৩ তলায় প্রকৌশলীর নিজ কার্যালয়ে এ ঘটনা ঘটে। হামলাকারী নিজেকে যুবলীগের কর্মী বলে দাবি করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্পের একটি প্যাকেজের কাজের দরপত্র না পাওয়ায় প্রজেক্টটির প্রকিউরমেন্ট অফিসার প্রকৌশলী মোহাম্মদ নুরুল্লাহর ওপর হামলা চালান মিলন। নিজেকে যুবলীগ নেতা ও সংসদ সদস্য নুরু নবী চৌধুরী শাওনের সমর্থক হিসেবে পরিচয় দেন তিনি।

এ বিষয়ে ভুক্তভোগী মোহাম্মদ নুরুল্লাহ জাগো নিউজকে বলেন, ‘দুপুরের দিকে মিলন আমার কক্ষে প্রবেশ করে প্রকল্পের একটি প্যাকেজের কাজ দেয়ার দাবি করেন। সরকারি নিয়মের বাইরে কাউকে কোনো কাজ দেয়ার ক্ষমতা আমার নেই এবং তাকে টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিতে বলি। কিন্তু তখনই তিনি আমাকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন।'

‘একপর্যায়ে আমার টেবিলে থাকা সরকারি নথিপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাধা দিতে চাইলে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। পরে অফিসের অন্য কর্মকর্তা-কর্মচারীরা ছুটে এলে ওই ব্যক্তি পালিয়ে যান। এ ঘটনায় আমি শাহবাগ থানায় একটি জিডি (নম্বর ১০৯) করেছি।`

বিষয়টি পরে মেয়র সাঈদ খোকনসহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে কর্পোরেশনের একাধিক সূত্র জানিয়েছে, মিলনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দরপত্রে অংশ নেয়া ঠিকাদারদের কাছ থেকে কাজ পাইয়ে দেয়ার নাম করে টাকা-পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft