দেশে প্রথমবারের মতো‘ ঢাকা উমেনস ম্যারাথন’


শীর্ষরিপো্র্ট ডটকম । ১২  আগস্ট ২০১৬

দেশে প্রথমবারের মতো‘ ঢাকা উমেনস ম্যারাথন'

দেশে প্রথমবারের মতো‘ ঢাকা উমেনস ম্যারাথন'



দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে মেয়েদের লম্বা দৌড় প্রতিযোগিতা ‘ঢাকা উমেনস ম্যারাথন'।

শুক্রবার সকাল সোয়া ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে ১০ কিলোমিটার দৌড়াবে প্রতিযোগীরা।

ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর এ দৌড়ে অংশ নিচ্ছে।

টিএসসি থেকে শুরু হয়ে শাহবাগ, সাইন্সল্যাব, নিউমার্কেট, আজিমপুর, পলাশি, শহীদ মিনার, শিক্ষাভবন, মৎস্য ভবন, কাকরাইল মসজিদ, বুয়েট, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, দোয়েল চত্বর, কদম ফোয়ারা, হলি ফ্যামিলি হাসপাতাল, স্কাটন গার্ডেন রোড, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, রূপসী বাংলা হোটেল হয়ে আবার টিএসসি এসে শেষ হবে লম্বা দৌড়।

সকালে টিএসসিতে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে বুদ্ধিভিত্তিক যোগ্যতা বাড়ানো জন্য আমরা সবসময় চেষ্টা করি। যার জন্য শারীরিক ও মানসিক সুস্থতা জরুরি। এর একটি হলো ম্যারাথন। শুধু আজ নয়, নিয়মিত তোমাদের এ অনুশীলন করতে হবে। দৈনন্দিন অনুশীলন করলে সুস্থ থাকা সম্ভব।'

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft