দেশে নোট-গাইড-কোচিং বলে কিছু রাখা হবে না


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১৬  ডিসেম্বর  ২০১৬

দেশে নোট-গাইড-কোচিং বলে কিছু রাখা হবে নাঃ শিক্ষামন্ত্রী

দেশে নোট-গাইড-কোচিং বলে কিছু রাখা হবে নাঃ শিক্ষামন্ত্রী



দেশে নোট, গাইড ও কোচিং বলে কিছু রাখা হবে না। সকল স্কুলে ভালো শিক্ষক দেয়া সম্ভব না হওয়ায় শিক্ষা আইনে বাড়তি ক্লাস ও সহায়িকা রাখা হয়েছে।

শনিবার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল মাদরাসা টেক্সট বুকস' এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।

মাদরাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক একেএম ছায়েব উল্ল্যার সভাপত্বিতে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান, মাদরাসা অধিদফতরের মহাপরিচালক মো. বিল্লাস হোসেন প্রমুখ।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। এ মাসের মধ্যেই মন্ত্রিসভায় পাঠানো হবে।

সারাদেশে ৫ কোটির বেশি শিক্ষার্থীকে ভালো শিক্ষক ও অন্যান্য সুবিধা দেয়া সম্ভব হয় না। এ কারণে সাময়িকভাবে সহায়িকা বই ও শিক্ষকদের বাড়তি ক্লাস করানোর সুযোগ দেয়া হয়েছে। অথচ একটি শ্রেণি আইনের কিছু ধারা নিয়ে বিতর্ক তুলে তা বানচাল করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন মন্ত্রী।

তিনি বলেন, দেশের সব স্তরের শিক্ষাব্যবস্থাকে ডিজিটালাইজড করতে আমরা বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমানে মাদরাসা শিক্ষার চারটি বই সহজকরণের মাধ্যমে ই-বুকে রূপান্তর করা হয়েছে। প্রাথমিকের আরো ১৮টি বইয়ের কাজ চলছে। অর্থ ছাড় পেলে সেগুলোও আধুনিক পদ্ধতিতে ই-বুকে রূপান্তর করা হবে।

অনুষ্ঠানে সব স্তরের শিক্ষাকে সমান গুরুত্ব দেয়ার আহ্বান জানান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক এম কায়কোবাদ। তিনি শিক্ষাখাতে বাজেট বৃদ্ধিরও আহ্বান জানান।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft