‘দেশে গণতন্ত্র নেই বলে রাজনীতিও নেই তাই জংগিবাদ' : মওদুদ


 

শীর্ষরিপো্র্ট ডটকম । ৩১  আগস্ট   ২০১৬

 

‘দেশে গণতন্ত্র নেই বলে রাজনীতিও নেই তাই জংগিবাদ : মওদুদ

‘দেশে গণতন্ত্র নেই বলে রাজনীতিও নেই তাই জংগিবাদ : মওদুদ



দেশে রাজনীতি না থাকায় জঙ্গি ও উগ্রবাদের মতো সংকটের আবির্ভাব ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

মঙ্গলবার বিকেলে রাজধানীর সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘আন্তর্জাতিক গুম দিবস' উপলক্ষে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গুম হওয়া পরিবারের স্বজনদের সহমর্মিতা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গুম হওয়া পরিবারের স্বজনদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রদল কর্মী আদনানের বাবা রুহুল আমিন চৌধুরী, লাকসামের হুমায়ুন কবির পারভেজের স্ত্রী মিসেস শাহনাজ আক্তার, ঢাকার সুত্রাপুরের ছাত্রদল নেতা খালিদ হাসান সোহেলের ছেলে আরিয়ান, ছাত্রদল নেতা চঞ্চলের ছেলে আহাদ, সেলিম শাহেদের ছেলে আফতাব রহমান, সূত্রাপুর ছাত্রদল নেতা সেলিম রেজা পিন্টুর বোন মুন্নী আকতার, নাজমুল ইসলামের স্ত্রী সাবেরা নাজমুল, রাজধানীর বিমানবন্দর থানার ছাত্রদল নেতা নিজামুদ্দিনের বাবা শামসুদ্দিন আহমেদ।

মওদুদ বলেন, ‘দেশে গণতন্ত্র নেই বলে রাজনীতিও নেই। যে রাজনীতি আছে তা একদলীয় অপরাজনীতি। এই রাজনীতি সুষ্ঠু রাজনীতি নয়।

“রাজনীতি, গণতন্ত্র, মানুষের অংশীদারিত্ব এবং সরকারের জাবাবদিহিতা নেই বলেই আজকে সমাজে নানারকম সমস্যা দেখা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ যে বিষয়টি সবাইকে উদ্বিগ্ন করে, তা হচ্ছে সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্রবাদ। রাজনৈতিক শূন্যতার মধ্যে এটা হওয়াই স্বাভাবিক”, বলেন তিনি।

গণতান্ত্রিক শক্তিগুলোকে দুর্বল করে দেওয়া হলে একদিকে ফ্যাসিবাদ অন্যদিকে উগ্রবাদ-জঙ্গিবাদের আবির্ভাব ঘটবে বলেও জানান বিএনপির এই নেতা।

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘এই গুমের রাজনীতি অপহরণের রাজনীতি হত্যার রাজনীতি এর পরিণতি ভয়াবহ হবে এবং এককিন অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচার হবে।'

গুম হওয়াদের স্মরণ করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ‘যাদের পরিবারের সদস্যরা নিখোঁজ হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাতে পারি। কিন্তু সত্যিকার অর্থেই যে কষ্ট, দুঃখ আছে, আমাদের পক্ষে শেয়ার করা সম্ভব নয়। যার দুঃখ  তার।'

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, নিতাই রায় চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft