|
দেশের সকল জেলা রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে : রেলমন্ত্রীশীর্ষরিপো্র্ট ডটকম । ২৬ এপ্রিল ২০১৭ রেলমন্ত্রী মুজিবুল হক জানিয়েছেন বাংলাদেশের সকল জেলা রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে। মঙ্গলবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুরে নবনির্মিত প্লাট ফরম এবং হাই লেভেল প্লাটফর্মের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।অনুষ্ঠান শেষে নবনির্মিত প্লাট ফরম এবং হাই লেভেল প্লাটফর্মের উদ্বোধন করেন রেলমন্ত্রী। মুজিবুল হক বলেন, খুলনা থেকে দর্শনা পর্যন্ত রেল লাইন ডবল লাইনে উন্নীত করা হবে। এতে রেল ভ্রমনে সময় কম লাগবে ও আরামদায়কও হবে। রেলওয়ে সচিব ফিরোজ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মহেশপুর-কোটচাঁদপুর আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ, কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন। রেলমন্ত্রী বলেন, বাংলাদেশে বিএনপি জামায়াতের আমলে রেলের কোন উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশে উন্নয়ন হয়। রেলওয়েতে আগে ৫ হাজার কোটি টাকার বাজেট ছিল। কিন্তু বর্তমানে সাড়ে ১১ হাজার কোটি টাকা রেলের উন্নয়নে বরাদ্ধ করা হয়েছে। রেলের এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ করা হবে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |