‘দেশের অর্থনীতিতে সাইফুর রহমানের অবদান যুগান্তকারী’: মির্জা ফখরুল


শীর্ষরিপো্র্ট ডটকম । ৫  সেপ্টেম্বর   ২০১৬

‘দেশের অর্থনীতিতে সাইফুর রহমানের অবদান যুগান্তকারী': মির্জা ফখরুল

‘দেশের অর্থনীতিতে সাইফুর রহমানের অবদান যুগান্তকারী': মির্জা ফখরুল



বিএনপির প্রয়াত নেতা ও প্রাক্তন অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে একজন ‘কীর্তিমান অর্থমন্ত্রী' অভিহিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে তিনি যুগান্তকারী অবদান রেখেছেন।'

তিনি বলেন, ‘তার দক্ষ রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থাপনায় বাংলাদেশ আন্তর্জাতিক সুনাম অর্জন করে। তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম পথিকৃত।'

এম সাইফুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল প্রয়াত সাইফুর রহমানের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে এম সাইফুর রহমান ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। মাতৃভূমির স্বাধীনতা ও জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি সবসময় থেকেছেন সামনের কাতারে।'

তিনি বলেন, ‘স্বাধীনচেতা, স্পষ্টভাষী, অটুট মনোবল এবং ঈর্ষণীয় ব্যক্তিত্বের কারণে তিনি ছিলেন সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। শহীদ জিয়ার সহকর্মী হিসেবে দেশের দুর্যোগকালীন অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকালে সাইফুর রহমান দেশকে কেবলমাত্র অর্থনৈতিকভাবেই স্বাবলম্বী করেননি বরং স্বদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।'

বিএনপি মহাসচিব বলেন, ‘জাতীয়তাবাদী দর্শনকে বুকে ধারণ করে খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রের পথে উত্তরণে এম সাইফুর রহমানের অবদান দেশবাসী ও দল চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।'

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft