দেশকে অস্থিতিশীল করতে কৌশল পাল্টাচ্ছে বিএনপি-জামায়াত : শাজাহান খান


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৩  জানুয়ারি  ২০১৭

দেশকে অস্থিতিশীল করতে কৌশল পাল্টাচ্ছে বিএনপি-জামায়াত : শাজাহান খান

দেশকে অস্থিতিশীল করতে কৌশল পাল্টাচ্ছে বিএনপি-জামায়াত : শাজাহান খান



নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে একের পরে এক কৌশল পাল্টাচ্ছে বিএনপি-জামায়াত। নতুন সেই কৌশলের শিকার গাইবান্ধার এমপি লিটন। যাকে গুলি করে হত্যা করা হয়।

সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নবনির্বাচিত কার্যকরি পরিষদের অভিষেক উপলক্ষে এ অনু্ষ্ঠানের আয়োজন করে বিআইডব্লিউটিসি অফিসার্স অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ড. প্রকৌশলী জ্ঞান রঞ্জন শীল। সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিসির অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এস এম আশিকুজ্জামান।

শাজাহান খান বলেন, ‘শেখ হাসিনার সরকারের উন্নয়ন ধ্বংস করতে চায় স্বাধীনতাবিরোধী শক্তি। যার নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া। স্বাধীনতাবিরোধীরা একের পর এক বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কৌশল পাল্টাচ্ছে।'

আওয়ামী লীগ সরকারের আমলে বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করায় বিআইডব্লিউটিসি একটি লাভজনক সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দক্ষিণবঙ্গের জনগণের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের জন্য ঢাকা-বরিশাল নৌরুটে ‘এমভি বাঙালি' এবং ‘এমভি মধুমতি' নামে স্টিমার মডেলের বৃহৎ দুটি আধুনিক যাত্রীবাহী জাহাজ চালু করা হয়েছে। আরো ২টি জাহাজ নির্মাণাধীন রয়েছে।

শাজাহান খান বলেন, ফেরি সার্ভিস স্বয়ংসম্পূর্ণ করার জন্য এ সরকারের বিগত মেয়াদসহ বর্তমান সময় পর্যন্ত মোট ১৭ টি ফেরি নির্মাণ করা হয়েছে। ফেরিতে ওভার লোডেড ট্রাকের মালামাল পরিমাপের জন্য ৬টি ‘ওজন সেতু' স্থাপন এবং ৬টি ফেরিঘাটের জন্য ৬টি ‘রেকার'ক্রয় করা হয়েছে। পাটুরিয়া-কাজিরহাট ফেরি সার্ভিস পুনরায় চালু করা হয়েছে। বরিশালের মেহেন্দিগঞ্জ ও শরীয়তপুর এবং চাঁদপুরের মতলব ও নারায়ণগঞ্জের মধ্যে ফেরি চলাচলের ব্যবস্থা করা হয়েছে। জামালপুরের বাহাদুরাবাদ ঘাট ও গাইবান্ধার বালাশী ঘাট এবং আরিচা ঘাট ও পাবনার নরদাহের মধ্যে ফেরি চলাচলের ব্যবস্থা করা হবে।

মন্ত্রী বলেন, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল করতে চট্টগ্রাম বন্দর হতে কেরানীগঞ্জের পানগাঁও কন্টেইনার টার্মিনালে পণ্য পরিবহনের লক্ষ্যে বিআইডব্লিউটিসির জন্য ৪টি ১৫৮ সেলফ প্রপেল্ড মাল্টিপারপাস ইনল্যান্ড কন্টেইনার জাহাজ নির্মিত হচ্ছে।

 

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft