দেখুন মুস্তাফিজের দুর্দান্ত বোলিং[ভিডিও]


দেখুন মুস্তাফিজের দুর্দান্ত বোলিংভিডিও

দেখুন মুস্তাফিজের দুর্দান্ত বোলিংভিডিও



ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি ২০ ব্লাস্ট টুর্নামেন্টে অভিষেক ম্যাচেই বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান তুলে নিয়েছেন ৪ উইকেট। এসেক্সের বিপক্ষে তার দল সাসেক্সও জয় পেয়েছে।

চার ওভার বল করে ২৩ রান দিয়ে কাটার মাস্টার তুলে নেন ৪ উইকেট। এর মধ্যে আবার দুটি সরাসরি বোল্ড।

বৃহস্পতিবার রাতে চেমসফোর্ডে টস হেরে এসেক্স ইগলসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০০ রান করে সাসেক্স। দলের পক্ষে ক্রিস জর্ডান সর্বোচ্চ ৪৫ রান করে অপরাজিত থাকেন।

এ ছাড়া ফিলিপ সল্ট ৩৩ ও অধিনায়ক লুক রাইট ৩২ রান করেন। এসেক্সের পক্ষে রবি বোপারা ২ উইকেট নেন।

জবাবে এসেক্স ৮ উইকেটে ১৭৬ রান তুললে ২৪ রানের দুর্দান্ত জয় পায় সাসেক্স। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ড্যান লরেন্স। এ ছাড়া রবি বোপারা ৩২ এবং রায়ান টেন ডেসকাট ২৬ রান করেন।

YouTube Video: YouTube.com/watch?v=34LtYOG9Mng

উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft