|
‘দেওয়ান বাড়ি’তে নিহত ৩ জঙ্গির ময়নাতদন্ত শুরুশীর্ষরিপো্র্ট ডটকম । ২৮ আগস্ট ২০১৬ নারায়ণগঞ্জের পাইকপাড়ায় ‘অপারেশন হিট স্টং-২৭' নিহত বাংলাদেশের কথিত আইএস প্রধান ও গুলশান হামলার মূল হোতা তামিম চৌধুরীসহ তিন ‘জঙ্গি'র ময়নাতদন্ত শুরু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদের নেতৃত্বে এ ময়নাতদন্ত সম্পন্ন হবে। আজ রবিবার বেলা সাড়ে ১১ টার সময় ময়না তদন্ত শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন তামিম চৌধুরীসহ তিন ‘জঙ্গি'। পরে তাদের লাশ নারায়ণগঞ্জের খানপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডিএনএ ও ভিসেরা নমুনা সংগ্রহ করার পদ্ধতি না থাকায় তাদের লাশ গতকাল রাত পৌনে ১১ টার সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়। গতকাল শনিবার সকালে পাইকপাড়ার ‘দেওয়ান বাড়ি'তে জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। ওই অভিযানে নিহত হন হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিনজন। বাকি দু'জন ইকবাল ও মানিক। তারা কল্যাণপুরের জাহাজবাড়ির জঙ্গি আস্তানায় অভিযানের পর থেকে পলাতক ছিলেন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |