দীর্ঘদিনের অগণতান্ত্রিক শাসনেই জঙ্গিবাদের উত্থান : প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা


শীর্ষরিপো্র্ট ডটকম। ২০  জুলাই  ২০১৬

শীর্ষরিপো্র্ট ডটকম। ২০ জুলাই ২০১৬ বাংলাদেশে দীর্ঘদিন অগণতান্ত্রিক শাসন চলার নেতিবাচক প্রভাব হিসাবে জঙ্গিবাদের উত্থান ঘটেছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। তিনি বলেন, 'অগণতান্ত্রিক শাসনের ফলে জাতীয় নিরাপত্তার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে।' বুধবার রাজধানীতে 'বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ' (বিস) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বিস মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারের বিষয়বস্তু ছিল 'গণতান্ত্রিক সামরিক-বেসামরিক সম্পর্ক : একটি কার্যকর কাঠামো'। তারিক আহমেদ বলেন, 'আমরা দীর্ঘদিন অগণতান্ত্রিক শাসন দেখেছি। এই ঘটনা অস্বীকার করা যায় না। ফলশ্রুতিতে বিভিন্ন সময়ে জাতীয় স্বার্থ ব্যাহত হয়েছে। জাতীয় নিরাপত্তার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। তার প্রভাবেই দেশে জঙ্গিবাদের উত্থান দেখতে পেয়েছি।' নিরাপত্তার বিভিন্ন দিকের প্রতি আলোকপাত করে তিনি বলেন, 'আমরা শুধু সীমান্ত সুরক্ষা দেয়াকে নিরাপত্তা বলি না। আমরা জনগণকেও সুরক্ষা দিচ্ছি। এক্ষেত্রে, সুস্থ গণতন্ত্রে সামরিক ও বেসামরিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। 'এই সম্পর্কে স্বচ্ছতা, বিশ্বাস, পারস্পরিক বোঝাপড়া ও সম্মান থাকা প্রয়োজন। কেননা বাংলাদেশ গণতন্ত্রের জন্যে লড়াই করেছে' যোগ করেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদষ্টো ড. গওহর রিজভী বলেন, 'হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনা বাংলাদেশে জাতীয় ঐক্যের সৃষ্টি করেছে। এতে প্রমাণ হয় যে, এদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। যে কোনো সহিংস উগ্রবাদী শক্তিকে আমরা মিলিতভাবে পরাজিত করব।' সেমিনারে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাবৃন্দ, উচ্চপদস্থ বেসামরিক কর্মকর্তা, দেশী-বিদেশী কূটনীতিক, শিক্ষাবিদ, সাংবাদিকসহ সমাজের বিভিন্নস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শীর্ষরিপো্র্ট ডটকম। ২০ জুলাই ২০১৬
বাংলাদেশে দীর্ঘদিন অগণতান্ত্রিক শাসন চলার নেতিবাচক প্রভাব হিসাবে জঙ্গিবাদের উত্থান ঘটেছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।
তিনি বলেন, 'অগণতান্ত্রিক শাসনের ফলে জাতীয় নিরাপত্তার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে।'
বুধবার রাজধানীতে 'বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ' (বিস) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
বিস মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারের বিষয়বস্তু ছিল 'গণতান্ত্রিক সামরিক-বেসামরিক সম্পর্ক : একটি কার্যকর কাঠামো'।
তারিক আহমেদ বলেন, 'আমরা দীর্ঘদিন অগণতান্ত্রিক শাসন দেখেছি। এই ঘটনা অস্বীকার করা যায় না। ফলশ্রুতিতে বিভিন্ন সময়ে জাতীয় স্বার্থ ব্যাহত হয়েছে। জাতীয় নিরাপত্তার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। তার প্রভাবেই দেশে জঙ্গিবাদের উত্থান দেখতে পেয়েছি।'
নিরাপত্তার বিভিন্ন দিকের প্রতি আলোকপাত করে তিনি বলেন, 'আমরা শুধু সীমান্ত সুরক্ষা দেয়াকে নিরাপত্তা বলি না। আমরা জনগণকেও সুরক্ষা দিচ্ছি। এক্ষেত্রে, সুস্থ গণতন্ত্রে সামরিক ও বেসামরিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ।
'এই সম্পর্কে স্বচ্ছতা, বিশ্বাস, পারস্পরিক বোঝাপড়া ও সম্মান থাকা প্রয়োজন। কেননা বাংলাদেশ গণতন্ত্রের জন্যে লড়াই করেছে' যোগ করেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদষ্টো ড. গওহর রিজভী বলেন, 'হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনা বাংলাদেশে জাতীয় ঐক্যের সৃষ্টি করেছে। এতে প্রমাণ হয় যে, এদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। যে কোনো সহিংস উগ্রবাদী শক্তিকে আমরা মিলিতভাবে পরাজিত করব।'
সেমিনারে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাবৃন্দ, উচ্চপদস্থ বেসামরিক কর্মকর্তা, দেশী-বিদেশী কূটনীতিক, শিক্ষাবিদ, সাংবাদিকসহ সমাজের বিভিন্নস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



বাংলাদেশে দীর্ঘদিন অগণতান্ত্রিক শাসন চলার নেতিবাচক প্রভাব হিসাবে জঙ্গিবাদের উত্থান ঘটেছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

তিনি বলেন, 'অগণতান্ত্রিক শাসনের ফলে জাতীয় নিরাপত্তার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে।'

বুধবার রাজধানীতে 'বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ' (বিস) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বিস মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারের বিষয়বস্তু ছিল 'গণতান্ত্রিক সামরিক-বেসামরিক সম্পর্ক : একটি কার্যকর কাঠামো'।

তারিক আহমেদ বলেন, 'আমরা দীর্ঘদিন অগণতান্ত্রিক শাসন দেখেছি। এই ঘটনা অস্বীকার করা যায় না। ফলশ্রুতিতে বিভিন্ন সময়ে জাতীয় স্বার্থ ব্যাহত হয়েছে। জাতীয় নিরাপত্তার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। তার প্রভাবেই দেশে জঙ্গিবাদের উত্থান দেখতে পেয়েছি।'

নিরাপত্তার বিভিন্ন দিকের প্রতি আলোকপাত করে তিনি বলেন, 'আমরা শুধু সীমান্ত সুরক্ষা দেয়াকে নিরাপত্তা বলি না। আমরা জনগণকেও সুরক্ষা দিচ্ছি। এক্ষেত্রে, সুস্থ গণতন্ত্রে সামরিক ও বেসামরিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ।

'এই সম্পর্কে স্বচ্ছতা, বিশ্বাস, পারস্পরিক বোঝাপড়া ও সম্মান থাকা প্রয়োজন। কেননা বাংলাদেশ গণতন্ত্রের জন্যে লড়াই করেছে' যোগ করেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা।

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদষ্টো ড. গওহর রিজভী বলেন, 'হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনা বাংলাদেশে জাতীয় ঐক্যের সৃষ্টি করেছে। এতে প্রমাণ হয় যে, এদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। যে কোনো সহিংস উগ্রবাদী শক্তিকে আমরা মিলিতভাবে পরাজিত করব।'

সেমিনারে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাবৃন্দ, উচ্চপদস্থ বেসামরিক কর্মকর্তা, দেশী-বিদেশী কূটনীতিক, শিক্ষাবিদ, সাংবাদিকসহ সমাজের বিভিন্নস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft