দীপন হত্যা: পুরস্কার ঘোষিত জঙ্গি সিফাত গ্রেপ্তার


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৪  আগস্ট ২০১৬

দীপন হত্যা: পুরস্কার ঘোষিত জঙ্গি সিফাত গ্রেপ্তার

দীপন হত্যা: পুরস্কার ঘোষিত জঙ্গি সিফাত গ্রেপ্তার



প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার ‘হোতা' সিফাত ওরফে শামীম ওরফে মঈনুল ইসলামকে টঙ্গী থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

ব্লগার, প্রগতিশীল লেখক, প্রকাশক হত্যায় জড়িত যে ছয়জনকে চিহ্নিত করে পুলিশ ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল তাদের একজন এই সিফাত। তাকে ধরিয়ে দিতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়।

মঙ্গলবার রাতে টঙ্গী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। ডিএমপি থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও ওই বার্তায় জানানো হয়েছে।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft