দরপতনেও বেড়েছে লেনদেন


শীর্ষরিপো্র্ট ডটকম । ২৫  সেপ্টেম্বর ২০১৬

দরপতনেও বেড়েছে লেনদেন

দরপতনেও বেড়েছে লেনদেন



সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রোববার দেশের উভয় শেয়ারবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দুই বাজারেই লেনদেন হওয়ার বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন হয়েছে। তবে আগের দিনের চেয়ে দুই স্টক এক্সচেঞ্জেই বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

বিশ্লেষণে দেখা গেছে, রোববার ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস ৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৬৮ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ১২০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৫৭৬ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৫৪ কোটি টাকা বেশি। গতকাল শনিবার ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৫২২ কোটি টাকা।

ডিএসইতে মোট ৩২৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত আছে ৪২টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স ৩৯ পয়েন্ট কমে ৮ হাজার ৭২৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৬৫ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৭৬ পয়েন্ট কমে ১২ হাজার ৯৬৯ পয়েন্টে, সিএসপিআই সূচক ৬৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৩২৯ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ৯৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৫৪ কোটি ৫৫ লাখ টাকা। সিএসইতে মোট ২৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত আছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft