|
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টিতে ১২ জনের মৃত্যুশীর্ষরিপো্র্ট ডটকম । ৮ জানুয়ারি ২০১৭ থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে শনিবার ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগে এই অঞ্চলের ১২ জন প্রাণ হারিয়েছে এবং কয়েক হাজার গ্রাম আংশিকভাবে প্লাবিত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ একথা জানায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, এই বন্যায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছে। এছাড়াও বন্যার পানিতে রাস্তাঘাট ভেসে গেছে। ¯্রােতের তোড়ে রেললাইন উপড়ে ভেসে গেছে। খবর বার্তা সংস্থা এএফপি'র। আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত দুই দিনের বেশি সময় ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আটটি প্রদেশে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। নাখোন সি থাম্মারাত প্রদেশের রাজধানীতে শুক্রবার রাতে ১৬২.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানকার বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। বৃষ্টিপাতের কারণে কয়েকশ পর্যটকের ফ্লাইট বিলম্বিত হয়ে পড়েছে। মূল ভূখ-ের বন্যা কবলিত এলাকাগুলোতে ট্রেন ও বাস চলাচলও বাতিল করা হয়েছে।বাসস |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |